ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গদি টেকাতে চাইলে আলেমদের মুক্তি দিন: হেফাজত আমির

গদি টেকাতে চাইলে আলেমদের মুক্তি দিন: হেফাজত আমির

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৭:৪১ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৭:৪১

সরকারের উদ্দেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘যদি গদি টেকাতে চান, দ্রুত আলেমদের মুক্তি দিন। জাতির কাছে ক্ষমা চান। নিজেদের মুক্তির পথ বের করুন।’

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শায়খুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। সম্মেলন থেকে মামুনুল হকসহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২০ আগস্ট সকল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

হেফাজত আমির বলেন, ‘একেক জন নেতার বিরুদ্ধে ৩০-৪০টা মামলা দায়ের করেছে। অবিলম্বে মামুনুল হকসহ হেফাজত নেতাদের মুক্তি দিতে হবে। না হলে গদি ছাড়তে হবে। যদি নিজেদের ভালো চান, অবিলম্বে কারাবন্দি সব আলেমকে মুক্তি দিন। হয়রানি বন্ধ করুন। তা না হলে অবস্থা করুণ হবে।’

হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, ‘সব আলেম ঐক্যবদ্ধ হয়ে কারাবন্দি ওলামাদের মুক্তি চায়। শান্তিপূর্ণ আন্দোলন করে আলেমদের মুক্ত করা যাবে না। আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল অবস্থা। আলেমদের হাজিরা থেকে মুক্তি দেওয়া হোক।’

শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক সভাপতির বক্তব্যে বলেন, ‘ঘর থেকে বের হলেই আলেমদের গ্রেপ্তার করা হয়। শুধু মামুনুল হক নন, গোটা দেশকে কারামুক্ত করতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নূরপুরী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামীদ, জমিয়তে ওলামায়ে ইমলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রমুখ।

/এইচকে/

আরও পড়ুন

×