রাত পোহালেই আ.লীগের শান্তি সমাবেশ, প্রস্তুত হচ্ছে মঞ্চ

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ২০:০৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ২০:০৪
আর মাত্র কয়েক ঘণ্টা পর শান্তি সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরইমধ্যে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা যাত্রার প্রস্তুতি নিয়েছে।
ডিএমপি কমিশনারের অনুমতির পর বিকেলেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির দায়িত্বে রয়েছে টোটাল সলিউশন ইভেন্ট।
মঞ্চ তৈরির দায়িত্বে থাকা মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি সমকালকে জানান, আজ বিকেল ৪টার দিকে এখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। আমরা ১৫০ জন মিলে মঞ্চ তৈরির কাজ করছি। বাঁশ কাঠ দিয়ে পুরো সমাবেশের মঞ্চ প্রস্তুত হতে সকাল ৯টা বাজবে।
জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ শুরু হবে। রাত ১২টায় সরেজমিন ঘুরে দেখা যায়, সারা দেশ থেকে আসা বিভিন্ন নেতাকর্মীরা সমাবেশ স্থল ঘুরে দেখছেন। যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও ঘুরে ঘুরে দেখা হচ্ছে। তবে এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান একেবারে কম দেখা গেছে।
আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মঞ্চস্থল পরিদর্শন করতে এসে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সমকালকে বলেন, কালকের সমাবেশেই প্রমাণ হবে বাংলার মানুষ যুগে যুগে শান্তির পক্ষে রায় দিয়েছে। বিদেশে বসে দেশকে নিয়ে যতোই ষড়যন্ত্র করা হোক, বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় আসা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। আর ক্ষমতায় আসার একমাত্র পথ নির্বাচন। বিএনপির ক্ষমতায় আসতে হলে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। ২০২৪ সালের নির্বাচন হবে সংবিধান মেনে।