জামায়াতকে রাজনীতিতে এনেছে বিএনপি: যুবলীগ চেয়ারম্যান

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৪:৪২ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ১৪:৫১
রোববার বিকেলে রাজধানীর মহাখালীর কাঁচাবাজার এলাকায় এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ আয়োজিত হয়।
পরশ বলেন, আপনারা দেখেছেন, শান্তি সমাবেশের মাধ্যমে যখন যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, ঠিক তখন তারা তাদের সেই পুরোনো চরিত্র উন্মোচন করছে। একটি দলই এই দেশে সুষ্ঠু নির্বাচনে বাধা। তারা হলো বিএনপি-জামায়াত। তারা এখন ভিসানীতির আওতায় পড়ার ভয়ে আছে। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনও সাধারণ মানুষের ওপর চড়াও হয়নি। যে দলে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক, তারা কখনও সাধারণ মানুষের ওপর চড়াও হতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাজীবন মানুষেল অধিকার আদায়ের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় যুবলীগে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বিশেষ অতিথি হিসেবে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।