ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে: আ স ম রব

দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে: আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৭:৪০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৭:৪০

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং বাসভবনে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকার দেশ থেকে আইনের শাসন নির্বাসনে দিয়ে মগের মুল্লুক কায়েম করেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি বলেন, বর্তমান ক্ষমতাসীন দল ভিন্নমত ও পথকে স্তব্ধ করার লক্ষ্যে- নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে। একদিকে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে ধারাবাহিকভাবে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। 

তিনি বলেন, নুরের বাসভবনে পুলিশি অভিযানে একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে- সরকার বিরোধী রাজনীতিকে বল প্রয়োগ করে স্তব্ধ করতে চায়। ভিপি নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আরও পড়ুন

×