ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শেখ কামাল ভালো পেস বোলার ছিলেন: মাশরাফি

শেখ কামাল ভালো পেস বোলার ছিলেন: মাশরাফি

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১২:৩৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১২:৩৫

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তোজা বলেছেন, ‘শহীদ শেখ কামাল ছিলেন আধুনিক ফুটবলের পথিকৃৎ। তিনি বাস্কেটবলসহ অন্যান্য খেলাও খেলেছেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, তিনি সেই সময় ক্রিকেট খেলতেন এবং ভালো পেস বোলার ছিলেন। সেসময় তিনি আজাদ বয়েজ ক্লাবে খেলতেন, অবিভক্ত পাকিস্তানের কারণে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাননি। তার অন্যতম কারণ তিনি বঙ্গবন্ধুর সন্তান।’

শনিবার রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।   

মাশরাফি বলেন, ‘শহীদ শেখ কামাল প্রগতিশীল মানুষ ছিলেন। সংস্কৃতি এবং ক্রীড়া মনোজ্ঞ ছিলেন। তাকে আমরা দেখিনি, তবে বই পড়ে এবং তাঁর সমসাময়িকদের কাছ থেকে শুনেছি। তার হাত ধরে আবাহনী ক্রীড়া সংস্থা গড়ে ওঠে। শেখ কামাল বেঁচে থাকলে আমরা অলিম্পিকে অ্যাওয়ার্ড আনতে পারতাম।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর আমরা খেলাধুলায় অনেক পিছিয়ে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে ও নেতৃত্বে আমরা আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই দেখেন, বাংলাদেশ জিতলে প্রধানমন্ত্রী ফোন করেন। কিন্তু কেউ দেখে না যে, খারাপ খেলে বা কঠিন পরিস্থিতি তৈরি হলেও তিনি পাশে থাকেন। তার সেরা উদাহরণ হলো- তামিম ইকবালকে বাসায় ডেকে আবারও ক্রিকেটে ফিরিয়ে আনা।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘জন্মদিন আনন্দের। কিন্তু এমন একটি মাসে আমরা এটি পালন করছি যে মাসে অপশক্তিরা শেখ কামালকে হত্যা করেছিল।’

তিনি আরও বলেন, ‘এতদিন শুনেছি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। এখন শুনছি শেখ হাসিনার পদত্যাগ ছাড়া ঘরে ফিরবে না। আসলে তাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নয়, তাদের লক্ষ্য শেখ হাসিনার পতন। একজন খুনি, পলাতক, দণ্ডিত আসামির ইশারায় শেখ হাসিনার পদত্যাগ সম্ভব নয়।’

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

আরও পড়ুন

×