৭৫ এর হত্যাকাণ্ডের সময় মানবাধিকার কোথায় ছিল: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৮:৪১
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘আজ অনেকে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলছেন। পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে যখন হত্যা করা হয়েছিল; বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও নিষ্পাপ শিশুকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেদিন গণতন্ত্র ও মানবতা কোথায় ছিল?’
শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘যারা একাত্তরে আমাদের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তাদের মধ্যে দেশিয় ও আন্তর্জাতিক মহল কখনই চায় না আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক।’
সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘শহীদের রক্তে ভেজা পতাকা যথাযথ মর্যাদায় নিজ হাতে তুলে নিয়েছেন এবং জাতির পিতার আদর্শ সমুন্নত রেখে দেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে বিশ্বসভায় মর্যাদার যে আসনে দেখার স্বপ্ন শেখ কামাল দেখতেন, সেই অসমাপ্ত স্বপ্নটিও বঙ্গবন্ধু কন্যা সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করে চলেছেন।’
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।