লিভার সমস্যা নিয়ন্ত্রণে খালেদা জিয়ার শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৬:০২ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৬:০২
শনিবার সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ডের এক সদস্য এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তা চিকিৎসায় উন্নত সেন্টার দরকার এবং এটি বাংলাদেশে নেই। সমস্যাটি খুবই সংবেদনশীল এবং পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার নতুন করে শুক্রবার জ্বর আসে। ডায়াবেটিক, রক্তচাপসহ কিছু জটিলতা নিয়ন্ত্রণে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে এবং সফলতাও এসেছে। কিন্তু লিভারে পানি বেড়ে যাওয়ায় যে কোনো সময় এসব জটিলতা দেখা দিতে পারে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর সঙ্গে আছেন গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রুপা। মাসুদ নামের নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে প্রতিদিন হাসপাতালে খাবার নিচ্ছেন।