ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাঈদীর মৃত্যুতে পোস্ট

বিভিন্ন জেলায় ছাত্রলীগের আরও ২১ নেতা বহিষ্কার

বিভিন্ন জেলায় ছাত্রলীগের আরও ২১ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৫:১৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ১৫:১৮

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় দেশের বিভিন্ন জেলায় ২১ ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাকে বদলি ও শিক্ষককে শোকজ করা হয়েছে।

এর আগেও একই ঘটনায় দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। 

সাঈদীর মৃত্যুতে পোস্ট দেওয়ার ঘটনায় নতুন করে নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন– আত্রাই উপজেলা শাখার ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, আমানউল্লাহ ফারুক (বাচ্চু), রায়হান সোবহান (রাসেল), দেলোয়ার হোসেন, আইজাক শামীম, মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন শাখার সাব্বির সরদার, সদর উপজেলার মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলার রাজিব মণ্ডল, ধামইরহাট উপজেলার সাজু আহম্মেদ, রানীনগর উপজেলার হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজের রামিম রেজা আকাশ ও নওগাঁ সদর উপজেলার আপন হোসেন।

রাজবাড়ীতে ৪ ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি শাহীন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন– বালিয়াকান্দি সরকারি কলেজের আল আদিত জিসান, বালিয়াকান্দি উপজেলার রনি খান, গোয়ালন্দ পৌরসভার নাফিজ কবির শিশির ও রাজবাড়ী পৌরসভার রুদ্র মাহমুদ।

একই ঘটনায় বরগুনায় ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউর কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন– বরগুনা সদর উপজেলার রাসেল ফরাজী, এম বালিয়াতলী ইউনিয়নের এইচ এম আল মামুন ও পাথরঘাটা উপজেলার আবদুল্লাহ আল রাহাত।

এদিকে পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফাকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়াও সাঈদীর জানাজায় অংশ নেওয়ায় ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×