ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘নির্বাচনের জন্য ২৬১৫ প্রার্থী তৈরি রেখেছে জাকের পার্টি’

‘নির্বাচনের জন্য ২৬১৫ প্রার্থী তৈরি রেখেছে জাকের পার্টি’

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল- ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ১৭:২৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ | ১৭:২৭

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘জাকের পার্টির কাছে নীতিনৈতিকতা আগে। আমরা নৈতিকতার পথ ধরে ক্ষমতায় যেতে চাই। ইতোমধ্যে আমরা ২ হাজার ৬১৫ প্রার্থী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য তৈরি করে রেখেছি। বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ।’

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার জাকের পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। মোস্তফা আমীর বলেন, ‘এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বড় দুটি দল পরস্পর সংঘাতমুখী। একদল আরেক দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এটা গণতান্ত্রিক নীতি নয়। এই দুটি বড় দলের কারণে গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে। আমি ১৪ দলেও নেই, ৩৬ দলেও নেই। আমি দেশের মানুষের পক্ষে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র এক জিনিস। মানুষ উন্নয়ন যেমন চায়, তার চেয়ে বেশি চায় গণতান্ত্রিক অধিকার, মুক্তচিন্তার স্বাধীনতা। মানুষ সব জায়গায় এখন ভয়ে ভয়ে কথা বলে। এ জন্য জনগণ সন্তুষ্ট নয়। জনগণ আগে শান্তিপূর্ণ ভোট দিতে চায়, তারপর উন্নয়ন চায়।’

উদ্বোধনী মহাসমাবেশে বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ও কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

×