ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১৪ দলের বিবৃতি

ড. ইউনূসের পক্ষে খোলা চিঠি আইনের শাসনের জন্য হুমকি

ড. ইউনূসের পক্ষে খোলা চিঠি আইনের শাসনের জন্য হুমকি

ড. মুহাম্মদ ইউনূস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ২১:০৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ২১:০৬

ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে শতাধিক নোবেল বিজয়ীর খোলা চিঠিকে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে সই করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। এ জোটে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাসদের মতো কয়েকটি বামদল রয়েছে।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা স্থগিতের অনুরোধ জানিয়ে শতাধিক বিশ্বনেতা প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেন ২৮ আগস্ট।

বিবৃতিতে কেন্দ্রীয় ১৪ দল নেতারা বলেন, ‘ড. ইউনূস কর্তৃক সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আশ্রয় গ্রহণের সাংবিধানিক অধিকার রয়েছে। এ অধিকার বাধাগ্রস্ত করে চলমান বিচারিক কার্যক্রম বন্ধের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে, খোলা চিঠির বিষয়ে গতকাল এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত এমপি নানা যুক্তি তুলে ধরেছেন। তিনি লেখেন, ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগকারীরা গ্রামীণ টেলিকমের কর্মী; এখানে সরকারের কোনো ভূমিকা নেই। এ ছাড়া খোলা চিঠিকে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ উল্লেখ করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেছেন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, মহাসচিব ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু প্রমুখ।


আরও পড়ুন

×