ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে: শামসুজ্জামান দুদু

নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ০৯:০৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০৯:০৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে। যারা ভাবে আওয়ামী লীগ ও বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, ‘কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্দলীয় সরকার নিয়ে আপসের কোনো সুযোগ নেই।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের নির্দলীয় সরকারের দাবি আওয়ামী লীগ মেনে নিলে তাদের জন্যই ভালো হবে।’

আরও পড়ুন

×