ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রী না ঘুমিয়ে মানুষকে সুন্দর আগামী দেওয়ার কথা ভাবেন: মতিয়া চৌধুরী

প্রধানমন্ত্রী না ঘুমিয়ে মানুষকে সুন্দর আগামী দেওয়ার কথা ভাবেন: মতিয়া চৌধুরী

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৯:০০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৯:০০

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, দেশে নারী-পুরুষের বৈষম্য কমে আসছে। আগে কন্যা সন্তান হলে বাবা-মার মুখ কালো হয়ে যেত। এখনও যে এটা হয় না, তা নয়। কিন্তু আগের চেয়ে মুখ কালো হওয়া বন্ধ হয়েছে। নারী-পুরুষের সমান অধিকার, উন্নত জীবন, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের উন্নততর জীবন নিশ্চিতে শেখ হাসিনা পরিশ্রম করে চলেছেন। সারাদেশ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন না ঘুমিয়ে ভাবেন আগামী দিনটি আরও সুন্দর করে কীভাবে দেশের মানুষকে উপহার দেওয়া যায়।

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এর আয়োজন করে। 

পররাষ্ট্রমন্ত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক সচিব শহিদ উল্লা খন্দকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, তেজগাঁও কলেজের অধ্যক্ষ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড. হারুন অর রশিদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. মোমেন বিভিন্ন সূচকে দেশের এগিয়ে যাওয়ার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সরকার দুশ্চিন্তায় আছে। কীভাবে মুদ্রাস্ফীতি সহনশীল পর্যায়ে আনা যায়, সে জন্য সরকারের সার্বক্ষণিক তৎপরতা রয়েছে। তবে গরিবরা যাতে কষ্ট না করে তার জন্য সরকার ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে খাদ্যসামগ্রী দিচ্ছে। আরও এক কোটি পরিবার সুলভ মূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছে। ব্যবসায়ীরাও সুখে আছেন। হরতাল নেই, ধর্মঘট নেই। তারা যা চাচ্ছেন, তাই পাচ্ছেন। এই সরকারের আমলে বিভিন্ন শ্রেণিপেশার লোক সুখে আছে। এই উন্নয়ন টেকসই করতে আওয়ামী লীগ সরকারকে আবারও দরকার। 

আরও পড়ুন

×