বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে: কৃষিমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৭
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। হরতাল-অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু এবার আর তাদের এগুলো করতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা বাহিনীও এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে।
রোববার রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি সব সময় ক্ষমতায় আসতে চোরাপথ অনুসরণ করে। কারণ, তারা জানে সুষ্ঠু ভোটে কখনও ক্ষমতায় আসতে পারবে না। তাদের সঙ্গে দেশের জনগণ নেই, জনগণ তাদের আর বিশ্বাসও করে না। জনগণ কোনো দিন তাদের ক্ষমতায় আনবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।