ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার আহ্বান জামায়াতের

খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার আহ্বান জামায়াতের

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৭:৪১ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৭:৪১

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই তার দায়ভার বহন করতে হবে। 

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন সরকারের নির্বাহী আদেশে মুক্ত পেয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির সাবেক শরিক জামায়াতের বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। পরিবার, দল ও দেশবাসী তাকে বিদেশে চিকিৎসার গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানালেও সরকার দিচ্ছে না।

এতে আরও বলা হয়, যে কোনো নাগরিকের সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতায় খালেদা জিয়া যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন

×