ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপির সর্বাত্মক প্রস্তুতি, পাহারায় থাকবে আ’লীগ

বিএনপির সর্বাত্মক প্রস্তুতি, পাহারায় থাকবে আ’লীগ

তৌফিকুল ইসলাম বাবর, চট্টগ্রাম

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ০১:১৩

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী আগামীকাল বৃহস্পতিবার বিএনপির রোডমার্চ কর্মসূচি ঘিরে পাল্টা প্রস্তুতি নিয়ে রাখছে স্থানীয় আওয়ামী লীগও। কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না দিলেও এই কর্মসূচি থেকে কোনো ধরনের অরাজক পরিস্থিতি কিংবা মানুষের জানমালের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ড যাতে প্রতিহত করা যায়, সে জন্য পাল্টা প্রস্তুতি নিয়ে রাখছেন নেতাকর্মীরা। রোডমার্চের দিন চট্টগ্রাম নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রোডমার্চ সফলে বিএনপির প্রস্তুতি সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোরের মৃত্যুর পর চোখ থাকবে মিরসরাইয়েও। এই ঘটনার জের ধরে এখানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তবে আওয়ামী লীগ বলছে, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাতে বাধা দেবে না।

আগামীকাল কুমিল্লা থেকে ফেনী হয়ে চট্টগ্রামে যাবে বিএনপির রোডমার্চ। চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেট, কর্নেল হাট, এ কে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হবে এই রোডমার্চ। বিকেল ৩টার মধ্যে চট্টগ্রামে পৌঁছবেন বিএনপি নেতাকর্মীরা। এর পর সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সমকালকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। এতে লাখো মানুষের সমাগম ঘটবে। এর মধ্য দিয়ে সরকার পতনের যে আন্দোলন, তা চূড়ান্তের দিকে যাবে। কিন্তু বাধা দিলে পরিণাম হবে ভয়াবহ।

বিএনপি যেদিন রোডমার্চ নিয়ে চট্টগ্রাম নগরীতে ঢুকবে, সেদিন নগরীতে দলীয় কার্যালয়ের সামনেসহ কয়েকটি পয়েন্টে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সকাল থেকে এসব পয়েন্টে অবস্থান নেবেন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এটাকে পাল্টা কর্মসূচি মানতে নারাজ তারা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে তাহলে আমরা সেই কর্মসূচিকে স্বাগত জানাব। তবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করলে আমরা বসে থাকব না।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, বিগত সময়ে বিএনপি আন্দোলনের নামে নাশকতা চালিয়েছে। এবারও যাতে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্যই আমরা নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উত্তেজনার মধ্যেও মিরসরাইয়ে বড় শোডাউন করতে চায় বিএনপি। এ জন্য নানামুখী প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। কোনো ধরনের বাধা এলে তা প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চ করছে বিএনপি। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে। তবে বাধা এলে প্রতিহত করা হবে।

চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ সফল করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নেতৃত্বে আগ্রাবাদ চৌমুহনী মোড় এলাকায় এবং নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে উত্তর কাট্টলী এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। চৌমুহনী এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ খান, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, সাধারণ সম্পাদক হাজি বাদশা মিয়া, মহানগর বিএনপি নেতা ইকবাল হোসেন প্রমুখ।

ফেনীতে ২ লাখ লোক সমাগমের প্রস্তুতি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি জাকের হায়দার সুমন জানান, কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ফেনীতে ২ লাখ লোকের সমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ওই দিনের সমাবেশের জন্য ফেনীর মহিপালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উড়াল সড়কের দক্ষিণ পাশের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের খালি জায়গায় সভামঞ্চ করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। তিনি জানান, কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের ফেনীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমূখ।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ছিদ্দিকী জানান, এই উপজেলা থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে রোডমার্চ করে সমাবেশে যোগ দেবেন। ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, বিএনপির রোডমার্চ যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়, তার জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

আরও পড়ুন

×