ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে নিয়ে নতুন সিদ্ধান্ত

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে নিয়ে নতুন সিদ্ধান্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১১:০৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১১:১৫

অসুস্থতার অজুহাতে ছাত্রদল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার প্রায় ৩ মাস পর বিএনপিতে জায়গা পেয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করছে, উল্লিখিত নেতৃদ্বয় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এর আগে গত ৮ আগস্ট কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে অসুস্থতার অজুহাতে ছাত্রদল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে সংগঠনটির সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ সময় রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রাবণের অসুস্থতার কথা বলা হলেও অসুস্থতার ধরন নিয়ে কিছু জানানো হয়নি। এমনকি শ্রাবণ নিজেও কোনো মন্তব্য করেননি।

তবে বিএনপি সূত্র জানায়, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট হতে পারেনি বিএনপির শীর্ষ নেতৃত্ব। সেদিন কর্মসূচিতে দল থেকে দেওয়া দায়িত্ব শ্রাবণ সঠিকভাবে পালন করতে পারেননি বলে মনে করছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকরা। এ কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×