ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আগামী ১০০ দিন রাষ্ট্র পাহারা দিতে বললেন তথ্যমন্ত্রী

আগামী ১০০ দিন রাষ্ট্র পাহারা দিতে বললেন তথ্যমন্ত্রী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২২:০৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ২২:০৯

দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীকে অনুরোধ জানাই, সংস্কৃতিকর্মীদেরও অনুরোধ জানাই, আগামী ১০০ দিন রাষ্ট্র পাহারা দিতে হবে; কারণ বিএনপি-জামায়াত দেশটাকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে। ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ; কিন্তু রাষ্ট্র পাহারা দিতে হবে।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, কারণ তারা জানে নির্বাচন হলে তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। আর তারা যে পানিটা ঘোলা করার চেষ্টা করছে, সেখানে তারা নয়, মাছ শিকার করবে অন্যরা, সেটিও তারা জানে। আর বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে আছে, সুতরাং সেই সুযোগ দেওয়া যাবে না।

হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহেবদের অনুরোধ জানাব, আপনারা  খালেদা জিয়া ও তারেক রহমানের লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে কাজ করবেন না। রাজনীতিবিদ হিসেবে কাজ করুন, দেশের স্বার্থে কাজ করুন– তাহলে দেশ উপকৃত হবে।

এ সময় বিশৃঙ্খলার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। তিনি বলেন, কয়েকটি মানববন্ধন, নয়াপল্টনের সামনে বা কোথাও ২০-৩০ হাজার মানুষ জড়ো করে, সারাদেশ থেকে তাদের অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে কিছু গাড়ি ভাঙচুর করে, আগুন দিয়ে এ সরকার হটানো সম্ভব নয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ড. অরূপ রতন চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য দেন। 

আরও পড়ুন

×