ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন মারা গেছেন

মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন মারা গেছেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:৫০

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন (৭৫) আর নেই। বুধবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ শোক জানিয়েছেন।


আরও পড়ুন

×