ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২৮ অক্টোবর ১২ লক্ষাধিক লোক সমাগম হবে: মির্জা আজম

২৮ অক্টোবর ১২ লক্ষাধিক লোক সমাগম হবে: মির্জা আজম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ১৩:১৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ১৩:১৫

২৮ অক্টোবরের শান্তি সমাবেশে ১২ লক্ষাধিক লোক সমাগম করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বুধবার রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, ২৮ অক্টোবর আমরা শান্তি সমাবেশ করব। এদিন বিএনপিও সমাবেশের ডাক দিয়েছে। আমাদের লক্ষ্য সমাবেশে ১২ লাখ লোকের সমাগম ঘটানো।

তিনি বলেন, আজকের সভায় একটি সিদ্ধান্ত: ২৮ তারিখের সমাবেশে কোনো ব্যানার আনা যাবে না। যারা ব্যানার নিয়ে সমাবেশে আসবে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হবে।

তিনি আরও বলেন, সভা-সমাবেশ সাধারণত শুরু হয় দুপুর ২টায়। তবে এবারের সমাবেশ ব্যতিক্রমী। সমাবেশ শুরু হবে দুপুর ১২টায়। যতক্ষণ পর্যন্ত ওবায়দুল কাদের বক্তব্য না দেবেন ততক্ষণ পর্যন্ত সমাবেশ চলবে।

বিএনপি ২৮ তারিখ তাণ্ডব চালানোর জন্য বাইরে থেকে লোক এনেছে বলেও মন্তব্য করেন মির্জা আজম। তিনি বলেন, এ জন্য পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×