শান্তি সমাবেশে আ’লীগ নেতারা
আগুন সন্ত্রাসীদের আর রেহাই দেওয়া হবে না

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১৮:০০
রাজধানীতে বিএনপির মহাসমাবেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য এবং পুলিশ হত্যার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অঙ্গীকার ভঙ্গ করে বিএনপি তাণ্ডবলীলা চালিয়েছে। এই আগুন সন্ত্রাসীদের কাউকে রেহাই দেওয়া হবে না। তাদের আর কোনো ছাড় নয়। আইনের আওতায় এনে সবার শাস্তি নিশ্চিত করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত মহাসমাবেশের নামে ঢাকায় তাণ্ডবলীলা চালিয়েছে। এদের ক্রমাগতভাবে আর কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। এই সন্ত্রাসীরা আর যাতে ঢাকা শহরে না আসতে পারে– সে ব্যবস্থাই করব। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, বিএনপির সন্ত্রাসী বাহিনী পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলার পর সমাবেশ পণ্ড হওয়ার কারণে হরতাল দিচ্ছে। নিজেরা অপকর্ম করে তার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। এই অপকর্মের দায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বহন করতে হবে। এদের আর ছাড় দেওয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, উপদেষ্টা পরিষদ সদস্য হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং মহানগর আওয়ামী লীগ নেতারা।
সারাদেশে শান্তি সমাবেশ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশটি হয় দারুল ফজল মার্কেট চত্বরে। রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেন দলের নেতাকর্মী। সিলেট নগরীর সুরমা পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় শীর্ষ নেতারা। রংপুর নগরীর বেতপট্টি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন। বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল প্রমুখ।
এ ছাড়া খুলনা, ময়মনসিংহ, পাবনা, মাগুরা, নাটোর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, জয়পুরহাট, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, পিরোজপুর জেলার স্বরূপকাঠি, ঢাকার দোহার, নবাবগঞ্জ ও ধামরাই, সুনামগঞ্জের ধর্মপাশা, কুমিল্লার দেবিদ্বার, বগুড়ার শেরপুর, নওগাঁর রানীনগর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ, মানিকগঞ্জের শিবালয়, গাইবান্ধার ফুলছড়ি, মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ী, গোপালগঞ্জের কোটালীপাড়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নান্দাইল, মাদারীপুরের শিবচর, নরসিংদীর পলাশ, সিরাজগঞ্জের তাড়াশ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের পেকুয়া, কিশোরগঞ্জের কটিয়াদী, বরিশালের বানারীপাড়াসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। (প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা)
- বিষয় :
- শান্তি সমাবেশ