পুরান ঢাকায় জবি ছাত্রদলের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিল। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩ | ১০:৪৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ | ১৬:৪৪
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার সকালে পুরান ঢাকায় মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জকির উদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক-শামসুল আরেফিন, সহ-সাংগঠনিক, নাইমুর রহমান দুর্জয়, সহ-প্রচার সম্পাদক, মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মিরাজ সদস্য, আফনান প্রমুখ।
- বিষয় :
- ছাত্রদল
- প্রতিবাদ মিছিল