ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বৈষ্যম্যের অবসান ঘটাতে সমাজতন্ত্রই পথ: মেনন

বৈষ্যম্যের অবসান ঘটাতে সমাজতন্ত্রই পথ: মেনন

রাশেদ খান মেনন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ১৭:৩৩ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ১৭:৩৩

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যতদিন সমাজে বৈষম্য ও শোষণ থাকবে, ততদিন সমাজ বদল বা সাম্য প্রতিষ্ঠার লড়াইও চলবে। মানবমুক্তি এবং শোষণ ও বৈষ্যম্যের অবসান ঘটাতে সমাজতন্ত্রই পথ। 

রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে মঙ্গলবার রুশ বিপ্লবের ১৩৬তম বার্ষিকীতে ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সোভিয়েত বিপ্লব পৃথিবীর মানুষের জীবন পাল্টে দিয়েছিল। যার মূল শক্তি ছিল শ্রমিক-কৃষকের ঐক্য। এই বিপ্লব বিশ্বে এনেছিল মানবমুক্তির অনুরণন। শোষণের অবসান ঘটিয়ে সমাজে সাম্যের পথযাত্রা শুরু করেছিল।

তিনি বলেন, ৯০ দশকে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় ঘটলেও তার মৌলিকত্ব এখনও অপরিহার্য।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের ইনচার্জ কামরূল আহসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের পলিট ব্যুরোর সদস্য আলী আহমেদ, এনামুল হক এমরান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়, মহানগর উত্তরের আহ্বায়ক সাদাকাত হোসেন খান বাবুল, যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

আবুল বাশার স্মরণসভা বুধবার: ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি ও কিংবদন্তী শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে স্মরণসভা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন

×