ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উচ্চ আদালতে আগাম জামিন পেলেন বিএনপি নেতা সেলিম ও শ্রাবণ

উচ্চ আদালতে আগাম জামিন পেলেন বিএনপি নেতা সেলিম ও শ্রাবণ

উচ্চ আদালতে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১৭:০৭

নাশকতা ও পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলাসহ ৪ মামলায় বৃহস্পতিবার আগাম জামিন লাভ করেন সেলিমুজ্জামান সেলিম।

একইদিন ৮ মামলায় আগাম জামিন পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। উচ্চ আদালতের বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এদিন শ্রাবণের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের দিন সংঘষের্র ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত ৮ মামলায় জামিন পেয়েছেন।

আরও পড়ুন

×