ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন: নানক

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন: নানক

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ২০:৪৪ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ২০:৪৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে তারা এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে।

শনিবার ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন মোহাম্মদপুরের আজিজ মহল্লায় থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ লতিফ, রায়েরবাজার কমিউনিটি সেন্টারে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ এবং মোহাম্মদপুর টাউন হলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

নানক বলেন, বিএনপি নেতারা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। আর আওয়ামী লীগের নেতাকর্মী দেশের যে কোনো পরিবেশ-পরিস্থিতিতে মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বিএনপিকে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় আসতে হবে, তা না হলে ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে।

অনুষ্ঠানগুলোতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×