দেশের অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোস্তফা আমীর ফয়সলের
দেশব্যাপী জাকের পার্টির ৩ শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত

জাকের পার্টির ঈদের জামাতে আগত মুসল্লিরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ২৩:১৫
জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতরের ৩ শতাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সব জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাত অনুষ্ঠিত হয় ফরিদপুরের সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বাইশরশি জাকের মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন।
প্রতিটি জামাতে অভিন্নভাবে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, অখণ্ডতা, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতির জন্য দোয়া করা হয়। সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
পরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরীর (র.) পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হয়। জিয়ারত শেষে প্রতিটি জামাতে আগত মুসল্লিদের আপ্যায়ন করা হয়।
বাইশরশিতে নামাজ শেষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আগত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘মুসলমান ভাই-বোনসহ অন্য ধর্মাবলম্বীদের সবাইকে ঈদের শুভেচ্ছা। একইসঙ্গে বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানাই।’
তিনি বলেন, বাংলার অখণ্ডতাকে ছিন্নভিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। দেশবাসী আপনারা প্রস্তুত থাকুন। দেশের অখণ্ডতা নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
মোস্তফা আমীর ফয়সল বলেন, ফিলিস্তিনের মতো বাংলাদেশেও একই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা তা জানি। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন বাস্তবায়িত হবে না। জাকের পার্টি বুকের তাজা রক্ত ঢেলে দিবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, ইনশাআল্লাহ।
জাকের পার্টির চেয়ারম্যান আরও বলেন, কোনো ধরনের চক্রান্ত আমরা সফল হতে দেব না। এই দেশকে তারা গাজা বানাতে চায়। এত সহজ নয় বাংলাদেশকে গাজা বানানো। প্রিয় মাতৃভূমিকে ষড়যন্ত্রকারীরা যাতে গাজায় পরিণত করতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক করলাম।
মোস্তফা আমীর ফয়সল বলেন, মুসলিম নিধনের নীল নকশা তামাম দুনিয়ায় দেখা যায়। মুসলিম জাহানকে তাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় নৃশংস মুসলিম নিধনের প্রতিরোধে আরব বিশ্বের দেশগুলোর চুপ থাকায় তীব্র নিন্দা জানান জাকের পার্টি চেয়ারম্যান। অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধের জোর দাবি জানান মোস্তফা আমীর ফয়সল।
শুভেচ্ছা বক্তব্যের পরে জাকের পার্টি চেয়ারম্যান আগত মুসল্লি, ফরিদপুর জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
- বিষয় :
- ঈদুল ফিতর
- নামাজ
- জাকের পার্টি