ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১৬:২১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ১৬:৩৭
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা নিবেদন করেছে।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মুজিবনগর দিবস
- স্বেচ্ছাসেবক লীগ