উপজেলা নির্বাচন
বিএনপির ১৮ নেতাকর্মী জমা দিলেন মনোনয়নপত্র

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৪ | ২২:৩২
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে সারাদেশে ১৮ বিএনপি নেতাকর্মী দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জন দলের পদধারী নেতা। যদিও তাদের অনেকে আগেই দল থেকে বহিষ্কার হয়েছেন।
বৃহস্পতিবার ছিল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ। তিনি দল থেকে বহিষ্কৃত। এ ছাড়া বিএনপি নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ একই পদে প্রার্থী হয়েছেন।
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাওলাদার প্রার্থী হয়েছেন। এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, নুরুজ্জামান হাওলাদারকে প্রার্থী না হওয়ার জন্য বলা হয়েছে। দলের অবাধ্য হয়ে নির্বাচন করলে তাঁকে বহিষ্কার করা হবে।
রংপুরের গঙ্গাচড়ায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ইউনিটের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন। একই উপজেলায় বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপনও মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদার, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলমগীর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, ত্রিশালে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, বিএনপির সাবেক এমপি আবদুল খালেকের ছেলে আনোয়ার সাদাত, নেত্রকোনার খালিয়াজুড়িতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল আলম সোহাগ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় প্রার্থী হয়েছেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম। বরগুনার বেতাগীতে প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান মাঞ্জুরুর রব মর্তুজা হাসান মামুন। এ ছাড়া নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুবদলের সাবেক সভাপতি একরামুল বারী, ভাইস চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের সাবেক সদস্য মেরিনা আকতার, রানীনগর উপজেলায় বিএনপি সমর্থক আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাজ্য বিএনপির নেতা জাকির হোসেন সুমন, সুনামগঞ্জের ছাতকে বিএনপি নেতা আরিফুল ইসলাম ও হবিগঞ্জ সদরে বিএনপির মুহিবুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।