রেলের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক ও অমানবিক: জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৪ | ০০:০৮ | আপডেট: ০৫ মে ২০২৪ | ০৯:০৫
রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলের নেতা জি এম কাদের। তিনি সরকারের এ সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক বলে আখ্যা দিয়েছেন। গতকাল শনিবার বিবৃতিতে তিনি এ আখ্যা দেন।
১৯৯২ সাল থেকে রেলের যাত্রীরা ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০১ কিলোমিটারের বেশি ভ্রমণে ভাড়ায় ৩০ শতাংশ ছাড় পেতেন। গতকাল থেকে এ সুবিধা তুলে নিয়েছে রেল। এতে শ্রেণী ভেদে ভাড়া ২০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
জি এম কাদের বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুণ। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যহত হচ্ছে। এমন বাস্তবতায় রেলের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক ও অমানবিক। রেল গরিবের বাহন। অপেক্ষাকৃত সস্তা ও নিরাপদ। ভাড়া বৃদ্ধি গরিব-দুঃখী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক বিরূপ প্রভাব সৃষ্টি করবে। জনস্বার্থে রেয়াত সুবিধা অব্যাহত রাখতে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
- বিষয় :
- জি এম কাদের
- ভাড়া বৃদ্ধি