ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

স্থায়ী কমিটির বৈঠক

আর্থিক খাতে অশনিসংকেত দেখছেন বিএনপি নেতারা

পাঁচ ইস্যুতে আলোচনা

আর্থিক খাতে অশনিসংকেত দেখছেন বিএনপি নেতারা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪ | ২২:৪৯

দেশে ডলার সংকট, দ্রব্যের মূল্যবৃদ্ধি, ‘রিজার্ভ চুরি’, তিস্তা প্রকল্প এবং দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে বৈঠক করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা। গত সোমবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে তারা ক্রমাগত রিজার্ভের পরিমাণ হ্রাস এবং ব্যাপক ডলার সংকটের ঘটনাকে দেশের আর্থিক খাতের জন্য অশনিসংকেত বলে মনে করেন। তাদের অভিমত, এসব ঘটনা সরকারের চরম ব্যর্থতা প্রমাণ করে।

বৈঠকে নেতারা বলেন, দেশে বর্তমানে ব্যাপক ডলার সংকট চলছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার নেই। তাদের বাধ্য হয়ে খোলাবাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এতে আমদানিনির্ভর পণ্যের দাম বাড়বে। সার্বিকভাবে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। সামনে এই সংকট আরও বাড়তে পারে। এতে প্রমাণ হয়, অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের অভিমত, এটা নিয়ে জনমনে হতাশা ও উদ্বেগ আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ঠিক কত, সে ব্যাপারে পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না। কারণ, কখনও বলা হচ্ছে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার। আবার কখনও ১৮ বিলিয়ন ডলার বলা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারেরও কম হতে পারে। হিসাবের এই গরমিলে বোঝা যায়, ফের রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকে কোনো ঘটনা ঘটেছে। সে কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৈঠকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি মাসে বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনা করেন নেতারা। এ ছাড়া প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের ভাষ্য, এটি বাস্তবায়নে সরকারের মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। এটি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

বিএনপির স্থায়ী কমিটিতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ইস্যুতে কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত দলীয় কর্মসূচি পাতিল হবে। বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×