ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মির্জা ফখরুল বললেন

বাংলাদেশকে ‘সেবাদাস’ রাষ্ট্র করার জন্যই জিয়া হত্যাকাণ্ড

বাংলাদেশকে ‘সেবাদাস’ রাষ্ট্র করার জন্যই জিয়া হত্যাকাণ্ড

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ২২:৪১ | আপডেট: ৩০ মে ২০২৪ | ২২:৫১

বাংলাদেশকে ‘সেবাদাস’ রাষ্ট্রে পরিণত করার জন্যই জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি, শহীদ জিয়াউর রহমানই তা রচনা করেছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাবাহিনীর সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ হত্যাকাণ্ডকে ‘একেবারে পরিকল্পিত’ বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশকে সেবাদাসে পরিণত এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে।’

এর আগে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা  নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন পুরোপুরি দুর্বৃত্ত, লুটেরা ও মাফিয়াদের কবলে। সরকার একদিকে রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে অর্থনীতি ধ্বংস করছে।

এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে আলোচনা সভা, পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন

×