‘বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে আলাদা করা সম্ভব নয়’
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১৩:৫৪ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ১৩:৫৫
আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা ও বিশ্বাস সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে আলাদা করা সম্ভব নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পদার্পণ (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।
আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. শামসুদ্দিন ইলিয়াস বলেন, তৎকালীন আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক, জমিদারি শাসনব্যবস্থা। জনগণের কথা বলার সুযোগ ছিল না। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, মানুষের অধিকার আদায় করতে গেলে আগে দরকার বাকস্বাধীনতা। এরপর অধিকার আদায়ের জন্য রাজনৈতিক দল দরকার। কথা বলার স্বাধীনতা এলে গণতান্ত্রিক ও রাজনৈতিক স্বাধীনতা আদায় করা সম্ভব।
বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, গণমানুষের জন্য কাজ করলে সাম্প্রদায়িক নাম দিয়ে তা সম্ভব নয়। এজন্য মুসলিম লীগ বাদ দিয়ে দলের নাম পরিবর্তন করলেন আওয়ামী লীগ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন হলো। সংবিধানে চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করেন যা ছিল সুদূরপ্রসারী। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে আলাদা করা সম্ভব নয়।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলাউদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা, আস্থা, বিশ্বাস ও ভালোবাসা সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় যদি বিবেচনা করি দেখা যাবে, ১৯৪৯ সালের প্রতিষ্ঠার পর নানা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান, ১৯৭৫ সালের জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং পরবর্তী পাঁচ বছর। এই পাঁচ বছর অনেক কিছু ঘটেছিল। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়ন, জেল-জুলম, হত্যা এবং দলীয় ভাঙন। তৃতীয় যে অধ্যায় সেটি হলো- এসব প্রতিকূলতা ভেদ করে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সে লক্ষ্য কি অর্জিত হবে? ১৯৮১ সালে শেখ হাসিনা দলীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করে বিদেশে নির্বাসন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও সামরিক শাসনের বিরুদ্ধে ধাপে ধাপে নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। রাষ্ট্রক্ষতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার হাত দিয়েছেন।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল বলেন, একটি সংগঠনের জন্য চারটি জিনিস দরকার হয়। আদর্শ, মেনোফেস্টো, নেতৃত্ব ও কর্মী বাহিনী। আওয়ামী লীগের সবই আছে। বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। বঙ্গবন্ধু পরিষদ আর আওয়ামী লীগ এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৭৫ পরবর্তী সময় আওয়ামী লীগ দ্বি-ধারায় বিভক্ত হয়ে গেল। এক পক্ষ বললেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগের নেতৃত্বেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে। অন্যপক্ষ বললেন, বঙ্গবন্ধুর জীবনের শেষ কর্মসূচি বাকশাল কাজেই বাকশালের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে হবে। এই সময়ে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হলো বঙ্গবন্ধু পরিষদ। তখন কিন্তু আর আওয়ামী লীগ আর বাকশাল দ্বিধারা বিভক্ত থাকলো না। সকল ধারা বঙ্গবন্ধু পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের আন্দোলন এগিয়ে নিয়ে গেল। বঙ্গবন্ধু পরিষদের প্রাণপুরুষ প্রয়াত নেতা ডা. এস এ মালেক ৮১ পূর্ববর্তী সময়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য সবসময় উৎসাহ দিয়েছেন, যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন।
সহসভাপতি মাহাতাব আলী বলেন, বঙ্গবন্ধু চার হাজার ৬৮২ দিন কারাগারে জেল খেটেছেন। এমন ত্যাগ অন্য কেউ করে নাই। ধাপে ধাপে বহু আন্দোলন-সংগ্রাম করেছেন। জনমত গঠন করেছেন। এ লক্ষ্যে দেশব্যাপী সভা, সমাবেশ, জনসভা করেছেন। প্রতিষ্ঠার ২২ বছরের মাথায় স্বাধীনতা দিয়েছে আওয়ামী। স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি। শেখ হাসিনার হাত ধরে এ লক্ষ্যে পরিচালিত হচ্ছে দেশ।
সহসভাপতি সঞ্জীব কুমার রায় বলেন, বঙ্গবন্ধুর দুটি লক্ষ্যকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। একটি লক্ষ্য অর্জিত হয়েছে, স্বাধীনতা। অন্যটি অর্জনের লক্ষ্যে আমাদের এগুতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে অর্থনৈতিক মুক্তির পথে আমাদের যাত্রা শুরু হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে। সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রঞ্জন বলেন, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসেবে আওয়ামী লীগের জন্ম। এ দেশের যত আন্দোলন-সংগ্রাম সবগুলোর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশের যেকোনো সাফল্য ও অর্জনের কথা বললে আওয়ামী লীগের নাম চলে আসবে।
- বিষয় :
- বঙ্গবন্ধু পরিষদ
- আলোচনা সভা
- আওয়ামী লীগ