ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিকল্পধারার নির্বাহী কমিটি বিলুপ্ত 

বিকল্পধারার নির্বাহী কমিটি বিলুপ্ত 

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১৩

বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে দলটির জেলা, উপজেলা, মহানগর এবং অন্যান্য কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শনিবার রাজধানীর বারিধারা ক্লাবে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় দলের বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট হিসাবে এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও সিদ্ধান্ত হয়। মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, এনায়েত কবির, ওয়াসিমুল ইসলাম, আসাদুজ্জামান বাচ্চু , মোস্তফা সারওয়ার, আরিফুল হক সুমন, নূর নবী চৌধুরী, ডা. আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম প্রমূখ। 

আব্দুল মান্নান বলেন, ২০১৮ সালে মহাজোটের অংশ হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়া আমাদের ভুল ছিল। মাহী বি. চৌধুরী বলেন, বিকল্পধারা হবে সিঙ্গেল ইউনিট পার্টি। দলের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না।

সভায় দলের নির্বাহী কমিটি বিলুপ্ত করার পর সভায় একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির আকার হতে পারে ৫১ থেকে ৭১ সদস্য বিশিষ্ট। সভায় নয়টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

×