ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে 

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে 

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ২০:৩১

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ফুসফুসে সংক্রমণ হওয়ায় (ফুসফুসে পানি জমা) তাঁকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার তাঁর মেয়ে ডা. শায়লা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে থেকেই বাবার স্কিমিক হার্ট ডিজিজ রয়েছে। বুধবার সকালে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি হাসপাতালের হেড অব কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

সাবেক রাষ্ট্রপতির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 
 

আরও পড়ুন

×