৮ নভেম্বর ঢাকায় বিএনপির র্যালি

বিএনপির সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ১৩:৩২ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ | ১৪:৩৫
৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
কর্মসূচির মধ্যে ৬ নভেম্বর আলোচনা সভা, ৭ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ৮ নভেম্বর জাতীয় র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
- বিষয় :
- বিএনপি
- র্যালি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস