সালাহউদ্দিন আহমেদ
রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১৯:৩৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ২১:২৪
কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দল, সংগঠনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য বর্তমান সংবিধানের ৪৭ ধারায় সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
তিনি বলেন, ওই ধারার ৩ উপধারার ভিত্তিতে কোনো দল, সংগঠনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে কিংবা সংশোধন করে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে রায় দেয়, তাহলে সেটার সাংবিধানিক ভিত্তি থাকবে এবং আইনানুগভাবে সেটা সমর্থনযোগ্য।
মঙ্গলবার সমকালের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সুপারিশ করা যাবে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে।
খসড়াটি অনুমোদনের জন্য আগামীকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।