ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক

ফিরে যাওয়া নিয়ে যা বললেন কর্নেল অলি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১২:৪১ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৩:০০

চলমান বিভিন্ন ইস্যুতে গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৫টি দল ও জোটের নেতাদের বৈঠক হয়। বিএনপি, জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছানোর পর ফিরে যান। 

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এলডিপি আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল (অব.) অলি বলেন, ‘গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বৈঠক হয়েছিল। যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’   

সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি আরও বলেন, গতকাল প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আমার উপস্থিতি সেখানে একান্ত কাম্য ছিল। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি ছয়বার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী ছিলাম।

‘এলডিপি সর্বদা এই সরকারের সঙ্গে আছে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’, যোগ করেন তিনি।

আওয়ামী লীগকে ভারতের দালাল মন্তব্য করে কর্নেল অলি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেব না। আমার ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না।’  

আরও পড়ুন

×