ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন ৪০ তরুণ

জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন ৪০ তরুণ

জাতীয় নাগরিক কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ০৩:৫৫

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আরও ৪০ তরুণকে জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় কমিটি ১৪৭ জনে উন্নীত হয়েছে। 

মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রেরিত বার্তায় এটি জানানো হয়েছে। নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন করেন। 

কমিটিতে যুক্ত হওয়া ৪০ জন হলেন- আজাদ খান ভাসানী, ফারিবা হায়দার, তারিক আদনান মুন, টিনা নন্দী, রুম্মানা জান্নাত, খান মুহাম্মদ মুরসালিন, মোস্তাক আহমেদ (শিশির), তাওহীদ তানজিম, অঞ্জলী সরেন, আফসানা ছপা, মীর হাবীব আল মানজুর, সাইয়েদ জামিল, সাদ্দাম হোসেন, মীর লোকমান, রিপা কুণ্ডু, মাহমুদুর রহমান শুভ্র, ফারিহা সুলতানা অমি, সাকিব শাহরিয়ার, আবদুল্লাহ আল মানসুর, বেলাল আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল বাশার; ইমন সৈয়দ, সৈয়দ ফরহাদ, রহমত উল্লাহ, ডা. মনিরুজ্জামান, তাহিয়াতুন মরিয়ম, মাহবুব আলম, আজাদ আহমেদ পাটোয়ারী, কাজী আশরাফুর রহমান, নফিউল ইসলাম, তাহসীনা মেহরীন অনিন্দিতা, ড. জাহেদুল ইসলাম, তামিম আহমেদ,  মুনতাসীর মাহমুদ, তুহিন মাহমুদ, শওকত আলী, মো. আবদুর রহমান, আবদুল্লাহ মাসুদ সুইট, সাবিত আল হাসান, ঋয়াজ মোর্শেদ। 

আরও পড়ুন

×