ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিবিরের অভিযোগ

পরাজয় এড়াতে কয়েকটি সংগঠন ছাত্র সংসদ নির্বাচন চায় না

পরাজয় এড়াতে কয়েকটি সংগঠন ছাত্র সংসদ নির্বাচন চায় না

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩:০৮

পরাজয় এড়াতে কয়েকটি সংগঠন ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুলে ওঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।

সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে সংগঠনটি অভিযোগ করে, যখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংসদ নির্বাচনের জন্য মতবিনিময় সভার আয়োজন করে, তখনই তারা ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদের বিভিন্ন অংশকে ডিহিউম্যানাইজ করে এবং বিভিন্নভাবে ট্যাগিং করে সভাগুলোকে ভণ্ডুল করার চেষ্টা করে থাকে।

সোমবার রাতে এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। 

বিবৃতিতে বলা হয়েছে, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা এবং গুম, খুন, জুলুম-নির্যাতনের গ্রহণযোগ্যতা তৈরি করে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, তারাই এখন ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করার এবং ফ্যাসিস্টদের পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে।
 
শিবির নেতারা বলেছেন, স্বৈরাচারের প্রধান হাতিয়ার ছিল বিভিন্নভাবে দেশের মানুষ, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোকে বিভক্ত করে রাখা। ছাত্র-জনতা সব বিভেদের দেয়াল ভেঙে ফেলতে পেরেছিল। কিন্তু স্বৈরাচার পুনর্বাসনের প্রক্রিয়া হিসেবে আবার বিভেদের রাজনীতি চর্চা শুরু করেছে কিছু সংগঠন। তারা হুবহু ফ্যাসিস্টের ভাষায় বক্তৃতা-বিবৃতি দিয়ে চলেছে। 

এতে আরও বলা হয়, ইসলামী ভাবধারায় উজ্জীবিত ছাত্র-জনতাকে আগের মতো ডিহিউম্যানাইজ করে ফ্যাসিস্ট শক্তির পক্ষে কাজ করছে। চল্লিশ বছর আগের তথাকথিত ‘পরিবেশ পরিষদ’, যার কোনো আইনত বা নৈতিক ভিত্তি নেই, তার একটি ফ্যাসিস্ট সিদ্ধান্তকে উদ্ধৃত করে ছাত্রশিবিরকে শিক্ষাঙ্গন থেকে দূরে রাখা ফ্যাসিবাদের পুনর্বাসনের একটি পদক্ষেপ।

আরও পড়ুন

×