ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আ. লীগের উগ্র সমর্থকদের শিক্ষার লক্ষণ নাই: এবি পার্টি 

আ. লীগের উগ্র সমর্থকদের শিক্ষার লক্ষণ নাই: এবি পার্টি 

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ২২:২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে বিপর্যয়কর ক্ষমতাচ্যুতির পরও আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের শিক্ষা ও পরিবর্তনের লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজবে তিনি বলেছেন, এসব হাস্যকর তৎপরতা শেখ হাসিনার মাথা থেকেই আসা স্বাভাবিক।

গুজবের জবাব দিতে সোমবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মজিবুর রহমান মঞ্জু। ব্যারিস্টার ফুয়াদ কেনো সংবাদ সম্মেলনে নেই এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ একটি টেলিভিশনের পূর্বনির্ধারিত লাইভ অনুষ্ঠানে রয়েছেন। 

মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগের পয়সায় অন্ধ উগ্রবাদী সমর্থকরা পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে, তা নস্যাৎ করতেই চক্রটি কাজ করছে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

আরও পড়ুন

×