নারীবিদ্বেষপূর্ণ বক্তব্য নয়, সরকারি প্রেসনোট চায় বাম গণতান্ত্রিক জোট

রাজধানীতে বাম জোটের বিক্ষোভ মিছিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২০:৫২
উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর নারী কমিশনের রিপোর্টসহ নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে প্রেসনোট করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে নারীবিদ্বেষী বক্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বামপন্থী জোটটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে হেফাজতে ইসলাম এবং উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে হেফাজত-জামায়াতসহ উগ্র ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠির নারীবিদ্ধেষী ও উস্কানিমূলক বক্তব্য এবং সংস্কার কমিশনের সদস্যদের অশ্লীল গালিগাজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বামজোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শম্পা বসু, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম।
গত সোমবার বিকেলে বাসদ (মার্ক্সবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের সিদ্ধান্ত হয়।