জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধদের সামনে দীর্ঘ পরীক্ষা: মাহফুজ আলম

মাহফুজ আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৪:১৩
দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে মাহফুজ আলম লেখেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।
তিনি বলেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের।
প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরের পরপরই ছাত্র উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় অনেকে কথা বলতে শুরু করেন। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে তারা যমুনায় যান। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারা। এর আগে সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দেখা করেন।
- বিষয় :
- মাহফুজ আলম