উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার চাইল ঢাবি ছাত্রদল

ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৮:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার নেতাকর্মীরা। এই দাবিতে তারা ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর ২টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য।
কর্মসূচিতে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন সাম্য। ১৩ দিন হয়ে গেল, তার হত্যার ঘটনার কোনো সুরাহা হলো না। অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত ঢাবির এ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ প্রশাসনের নয় মাসে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যা, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো, গাছে লাশ ঝোলাসহ অনেক ঘটনা দেখেছেন তারা। কিন্তু অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি প্রশাসন। এ প্রশাসনের পদত্যাগের পাশাপাশি যারা সাম্য হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের অবিলম্বে পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
- বিষয় :
- ছাত্রদল নেতা
- হত্যা
- ঢাবি
- ছাত্রদল