ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারতীয় এজেন্ডায় জনগণের ঐক্যে ফাটল ধরানো হচ্ছে: জোনায়েদ সাকি

ভারতীয় এজেন্ডায় জনগণের ঐক্যে ফাটল ধরানো হচ্ছে: জোনায়েদ সাকি

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ০০:৫২

নিজেদের প্রয়োজনে বিচার, সংস্কার ও নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট রোলার চালিয়েছিল, তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। এখন জাতীয় সংসদ নির্বাচন ভারতের এজেন্ডা– এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে দেশটির পারপাস সার্ভ করা হচ্ছে। এ প্রচার ফ্যাসিস্টদের পুনর্বাসনে সাহায্য করবে।

গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।

সাকি বলেন, ‘ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনীতিক বাংলাদেশে নির্বাচন চাইলেন, আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা অত্যন্ত বিপজ্জনক।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিলেন, এখন তারা নতুন বন্দোবস্ত করে বহাল তবিয়তে আছেন। ফ্যাসিজমের থেকে যাওয়া শিকড়ে পানি ঢেলে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন।’ 

তিনি বলেন, ‘কোনো অভ্যুত্থানের প্রথম সারির নেতারা এতটা বিতর্কিত হননি, যতটা এখন হচ্ছেন। তরুণরা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হচ্ছেন, যা লজ্জার।’

সভায় এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রধান উপদেষ্টার সমালোচনা করার মৌলিক কয়েকটি জায়গা আছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি। রাজনৈতিক দলগুলোকে প্রত্যক্ষ-পরোক্ষ বা অজান্তে বিভক্ত করেছেন। সংস্কার, বিচার ও নির্বাচনের রূপরেখা দিতে পারেননি।’

স্মরণসভায় বক্তৃতা করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ।

আরও পড়ুন

×