বাম জোটের সভা
প্রশ্নবিদ্ধ করা যাবে না মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ০৩:৩৯
‘মুক্তিযোদ্ধা’ সংক্রান্ত যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকারের কাছে দ্রুত ব্যাখ্যা দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা মুক্তিযুদ্ধ এবং এর চেতনাকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে।
গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ দাবি জানানো হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, আব্দুস সাত্তার প্রমুখ।
সভায় সাম্প্রদায়িক শক্তির চাপে নরসিংদীর কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিনকে বদলির নামে হয়রানির প্রতিবাদ জানান হয়। এ সময় রাখাইনের ‘করিডোর’ ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ প্রদান বন্ধের দাবিতে জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘রোড মার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে আলোচনা হয়। একই সঙ্গে জনমত উপেক্ষা করে করিডোর ও চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড ও সরকারের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।
- বিষয় :
- বাম জোট