ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পুরো জাতি তাকিয়ে আছে লন্ডনের দিকে: শেখ বাবলু

পুরো জাতি তাকিয়ে আছে লন্ডনের দিকে: শেখ বাবলু

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৭:৪৯

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠেয় বৈঠক প্রসঙ্গে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, শুক্রবার এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠকের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। বিশ্ববাসীও এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে। আশা করি, এই বৈঠকের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে কালো মেঘ দেখা যাচ্ছে তা কেটে যাবে। বৃহস্পতিবার সমকালকে এসব কথা বলেন তিনি।

শেখ বাবলু বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এখন দলটির নেতৃত্বে আছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আমি মনে করি, এই আলোচনাটা সফল হবে এবং জাতি একটা হতাশা থেকে মুক্তি পাবে। 

তিনি বলেন, সামনে যে অন্ধকারাচ্ছন্ন বিপদ দেখছিলাম তা এই বৈঠকের মধ্য দিয়ে একটা আলোকবর্তিকা দেখা যাবে।

আরও পড়ুন

×