ইরানে ইসরায়েলের হামলার নিন্দা সিপিবির

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২০:৩৪
ইরানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত ক্ষেপনাস্ত্র হামলার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে এই সংঘাতে সাম্রাজ্যবাদী-জায়নবাদী উস্কানি প্রতিহত করতে বিশ্বজনতার কাছে আহবান জানিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে সিপিবি'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরও বলেছেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে ইরানের মাটিতে ইসরাইলি বাহিনীর এই ন্যাক্কারজনক হামলা ইতিহাসে নজিরবিহীন। এতে গোটা পশ্চিম এশিয়াজুড়ে এক ভয়ানক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।
নেতারা বলেন, মার্কিন মদদে আনবিক শক্তিধর ইসরাইল আজ দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। এই কারণেই ইসরাইল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে ৫৫ হাজার ৪৩২ জন নিরীহ নাগরিক হত্যা করেছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্ব নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি ও বিশেষ উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উচিত, জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে ইসরাইল-মার্কিন সরকারের অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানানো। একইসঙ্গে সেসব দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে পত্র দিয়ে তা জাতির সামনে প্রকাশ করাও উচিত।
- বিষয় :
- সিপিবি