মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে জামায়াতের বৈঠক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০০:৩০
ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৈঠকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, দলীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি ও অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচার, বিভিন্ন সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামায়াতের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বৈঠকে দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধান ম্যাথিউ বের সঙ্গে তার আরও দুই সহকর্মী এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ ছিলেন।
১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ জামায়াত মঙ্গলবার ঐকমত্য কমিশনের সংলাপ বর্জন করে। এতে ডা. তাহেরের নেতৃত্বে দলটির অংশ নেওয়ার কথা ছিল। সংলাপে না গেলেও এই জামায়াত নেতা একই দিনে মার্কিন দূতাবাসে বৈঠকে অংশ নিয়েছেন।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- মার্কিন দূতাবাস