ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

খালেদা জিয়া

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০৬:০৯

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন হাসপাতালে যান। পরীক্ষাগুলো করার পর বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রাত পৌনে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খালেদা জিয়া হাসপাতালেই ছিলেন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে আসেন খালেদা জিয়া। এর পর ঢাকায় বাসায় তাঁকে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড চিকিৎসাসেবা দিচ্ছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর খালেদা জিয়া ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।

আরও পড়ুন

×