শেখ হাসিনা আমলের সরকার ব্যবস্থার রীতি পরিবর্তন করতে হবে: রাশেদ খান

আলোচনা সভায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সমকাল
জবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২১:০৯
শেখ হাসিনা আমলের সরকার ব্যবস্থার রীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘সৈরাচারী হাসিনা সরকারের এই রীতি পরিবর্তনই রাষ্ট্র সংস্কার। হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি।’
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন ও সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে। কোনো দলের কাছে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীয়ভূত ছিল না। ২০২৪ ও ২০১৮ সালের আন্দোলনে সকল স্তরের জনগণের অংশগ্রহণ ছিল। এবারের গণঅভ্যুত্থানে সকল স্তরের মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে।’
ছাত্ররাজনীতির বিষয়ে তিনি বলেন, ‘মেধার ভিত্তিতে জ্ঞানচর্চার প্রতিযোগিতামূলক রাজনীতি করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই নোংরা রাজনীতি এখন পরিহার করতে হবে। ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হবে।’
রাশেদ খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একতার মতোই নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।’
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।
আলোচনা সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব শহীদ চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়েত ইসলামির ঢাকা মহানগর দক্ষীনের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজামুল হক নাঈম।