ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিবিসিকে অধ্যাপক ইউনূস

আ.লীগ নির্বাচনে থাকবে কিনা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

আ.লীগ নির্বাচনে থাকবে কিনা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

ড. মুহাম্মদ ইউনূস

 সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ২৩:৪০ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১১:৩৮

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন এ সাক্ষাৎকার নেন।

বিবিসি: নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনি বলেছেন, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে। অথচ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?

মুহাম্মদ ইউনূস: আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

বিবিসি: দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে।

ইউনূস: তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা…।

বিবিসি: তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না?

ইউনূস: যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে।

বিবিসি: কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়। যদি না আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়।

ইউনূস: আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।

বিবিসি: তাহলে আপনি বলছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে...

ইউনূস: না, আগে একটা বিষয় পরিষ্কার করি— আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি: যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?

ইউনূস: সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কিনা, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিবিসি: তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে?

ইউনূস: আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।

বিবিসি: শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাঁকে ফেরত আনতে চান। তাঁকে বিচারের মুখোমুখি করতে চান।

ইউনূস: বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এটা চলমান প্রক্রিয়া। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তাঁকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।
বিবিসি: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের কয়েকশ সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই ভিন্নমতকে দমন করছেন?

ইউনূস: এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কী, আর অন্তর্বর্তী সরকার কী।

বিবিসি: এগুলো আমার কথা নয়, অনেকে বলছে।

ইউনূস: ঠিক আছে, কেউ বলেছে। কিন্তু আপনি তো বাংলাদেশে গিয়েছেন। তাই আমি বলছি, এটা একদম ঠিক নয়।

বিবিসি: রোহিঙ্গাদের নিয়ে আপনি আরও বেশি কিছু কেন করছেন না?

ইউনূস: আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে দেখা করেছি। কী করা উচিত, সে বিষয়ে আলোচনা করেছি। এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে ব্যস্ত। কিন্তু এদের নিজ দেশে কীভাবে ফেরত পাঠানো যাবে, সে বিষয়ে কেউ আলাপ করছে না।

আরও পড়ুন

×